
প্রতিকী ছবি
ধলাই ডেস্ক: খাগড়াছড়ির রামগড়ে পূজা দেখতে আসা পাঁচ তরুণীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে সাগর ত্রিপুরা (২২) ও মো. জাহাঙ্গীর আলম (২২) নামের দুই বখাটেকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত ১০টার দিকে রামগড়ে বাজারের পাশে ডেবারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্ত সাগর ত্রিপুরা রামগড় পৌরসভার সুকেন্দ্র পাড়ার তপন ত্রিপুরার ছেলে এবং জাহাঙ্গীর আলম রামগড় পৌরসভার বল্টুরাম টিলা এলাকার মৃত আবুল কালামের ছেলে।