পূজামণ্ডপে মদ খেয়ে মাতলামি, গ্রেফতার ৩

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৪

ধলাই ডেস্ক: মদ খেয়ে মাতলামি করার দায়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পাথিলা পূজামণ্ডপে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে গ্রেফতারকৃত তিনজনকে জেল হাজতে পাঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

গ্রেফতারকৃতরা হলেন- মনির হোসেন (৪২),  হাফিজুর রহমান (৪৬) ও ইসমাইল হোসেন। তাদের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুরের কুসুমপুর গ্রামে।

জানা যায়, রাতে তারা তারা মহেশপুর থেকে সিএনজিযোগে মদ্যপান অবস্থায় ওই মন্দিরে পূজা দেখার জন্য আসেন। এ সময় মন্দিরে হিন্দু সম্প্রদায়ের ছেলেরা গানের সঙ্গ নাচানাচি করলে তারাও সেখানে যোগদান এবং মাতলামি শুরু করেন। পরে দায়িত্বরত পুলিশ তাদের আচার-আচরণ এবং তারা বাইরের লোক বুঝে পরিচয় জেনে গ্রেফতার করে।

তবে স্থানীয় মন্দিরের সভাপতি নির্মল সরদার বলেন, মন্দিরে প্রবেশ করে পূজামণ্ডপ ভাঙচুর বা অন্য কোন অপ্রীতিকার ঘটনা ঘটানোর পরিকল্পনা ছিল না তাদের।