বিনোদন ডেস্ক: প্রিয়াঙ্কা চোপড়ার জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। শুধু ভারত নয়, পুরো পৃথিবী জুড়েই আজ বিখ্যাত তিনি। হলিউডে নানা সময় নানা প্রজেক্টে কাজ করে বিশ্বের প্রায় প্রতিটি কোণায় স্বীকৃতি অর্জন করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমেও দারুণ এক্টিভ এই অভিনেত্রী। সবমিলিয়ে তার ফলোয়ারের সংখ্যা ৫৭.৫ মিলিয়নের বেশি। এসব ভক্তদের কাজে লাগিয়ে বেশ মোটা অংকের টাকা আয়ও করেন প্রিয়াঙ্কা।
প্রসঙ্গত, ২০০০ সালে তিনি মিস ওয়ার্ল্ড উপাধি পেয়ে শোবিজে পথচলা শুরু করেন। ২০০২ সালে তামিল ঠামিজান চলচ্চিত্রের মাধ্যমে শুরু হয় রুপালি পর্দার যাত্রা। এরপর দিনে দিনে দুর্দান্ত অভিনয় এবং অসাধারণ ব্যক্তিত্বের জন্য ভারতজুড়ে নন্দিত তারকা হয়ে উঠেছেন।
গুণী এই অভিনেত্রী ২০০৮ সালে ‘ফ্যাশন’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে তিনি ভারত সরকার প্রদত্ত চতুর্থ বেসামরিক পুরস্কার ‘পদ্মশ্রী’ অর্জন করেন এবং টাইম ম্যাগাজিন প্রকাশিত তালিকায় শীর্ষ ১০০ প্রভাবশালী নারী হিসেবে তালিকাভুক্ত হন।