ফরিদপুরে ১৫ গ্রাম বন্যায় প্লাবিত

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৯
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: ফরিদপুরে চরাঞ্চলে প্রবেশ করেছে বন্যার পানি। এতে পদ্মা পাড়ের ১৫টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

বুধবার বিকেলে পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে তিনটায় বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো বন্যার পানি। এরই মধ্যে ডুবে গেছে বেশ কয়েকটি সড়ক। চরভদ্রাসনে হুমকির মুখে পড়েছে একটি প্রাথমিক বিদ্যালয়।

ফরিদপুর পাউবো’র নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি মঙ্গলবারই বিপদসীমা অতিক্রম করেছে।

ফরিদপুরের সদরের নর্থ চ্যানেল ইউপি চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান বলেন, বন্যার পানিতে ২২ একর জমির পেঁয়াজ, ২০ একর জমির ধনিয়া, ৩৫ একর জমির মাশকলাই ডুবে গেছে। এছাড়া চারটি সড়ক তলিয়ে গেছে।

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কার্তিক চন্দ্র চক্রবর্তী জানান, বন্যায় চরাঞ্চলের ৭৭ হেক্টর জমির ফসল ডুবে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, উজানে অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ায় পানি পদ্মা অববাহিকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এ কারণে অসময়ে বন্যা দেখা দিয়েছে। ৫ অক্টোবর পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।