ফ্রান্সে আজও প্রাণ হারালেন ৯৮৭ জন

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২০
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফ্রান্সে গত একদিনে মৃত্যুর মিছিলে যোগ হলো আরো ৯৮৭ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে এখন ১৩ হাজার ‌১৯৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন আরো ৭ হাজার ১২০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ২৫ হাজার প্রায়।

দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ শুক্রবার এসব তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তা জেরমি সালোমন সাংবাদিকদের জানিয়েছেন, গতকাল যত মানুষ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসইউ) ছিল, আজ সেই সংখ্যাটা ৬২ কম। দেশটিতে এখন ৭ হাজারের বেশি রোগী আইসিইউতে রয়েছেন।

ফ্রান্সে গতদিন ১৩৪১ জন মারা গেছেন। সেই হিসেবে আজ মৃত্যুর সংখ্যা অনেকটা কমেছে। তবে ফ্রান্সেও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মৃত ও আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছেই। করোনার বিস্তার ঠেকাতে দেশটিতে এখন লকডাউন চলছে।

এ পর্যন্ত বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চল ছড়িয়ে পড়া করোনাভাইরাসে প্রায় এক লাখ ১৪ হাজার ৬৯ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৭৪ হাজার ৮৫৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৭১ হাজার ৮৫৮ জন।