ধলাই ডেস্ক: বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় ১০ জন নিখোঁজ রয়েছেন। এরইমধ্যে এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়।
শুক্রবার সকালে কক্সবাজার থেকে ৩০ মাইল পশ্চিমে গভীর সমুদ্রে এ ঘটনা ঘটে। নিহত ও উদ্ধার এবং নিখোঁজদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ কর্মকর্তা (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম বলেন, ২৩ জন মাঝি মাল্লাসহ এফভি রাঙ্গাচোক্কা নামের মাছ ধরার ট্রলার গভীর সমুদ্রে ডুবে যায়। এতে একজনের মৃত্যু হয়েছে। এরইমধ্যে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ১২ জনকে জীবিত উদ্ধার হয়েছে। এ ঘটনায় ১০ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।