
ধলাই ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন কুর্মিটোলায় ধর্ষণের শিকার সেই ঢাবিছাত্রী। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাবা-মার সঙ্গে হাসপাতাল ছাড়েন তিনি।
ঘটনার পর থেকে ঢামেক হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন ছিলেন ওই ছাত্রী। শারীরিক উন্নতি হওয়ায় তাকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, কোনো সমস্যা হলেই ওই ছাত্রীকে আবারো ফলোআপ চিকিৎসা নিতে আসতে বলা হয়েছে। এমন শর্তে তাকে ছাড়পত্র দিয়েছে মেডিকেল বোর্ড।
এদিকে মেয়ের সুচিকিৎসার ব্যবস্থা করায় হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন ভুক্তভোগীর বাবা। চিঠিতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাব, পুলিশ প্রশাসনসহ দায়িত্বশীল সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গত শনিবার সন্ধ্যায় কুর্মিটোলা বাসস্টপে বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর ওই ছাত্রী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। পরে মঙ্গলবার ভোরে রাজধানীর শেওড়া রেলক্রসিং এলাকা থেকে ধর্ষক মজনুকে (৩০) গ্রেফতার করে র্যাব। এ সময় তার কাছ থেকে ভুক্তভোগী ছাত্রীর ব্যাগ ও মোবাইল উদ্ধার করা হয়।