ধলাই ডেস্ক: নোয়াখালীর সোনাইমুড়ীতে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক মো. মানিক (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা বাসটিতে আগুন লাগিয়ে দেয়। শনিবার (১৭ জুন) দুপুর ২টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের জয়াগ বাজার-ভারকোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মানিক লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আলীপুর এলাকার সমেশপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে জয়াগ ইউনিয়নের ভারকোট এলাকায় রামগঞ্জ থেকে ছেড়ে আসা জননী পরিবহনের একটি বাস বিপরীতমুখী সোনাইমুড়ী থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ ঘটনায় অটোরিকশা চালক মানিক ঘটনাস্থলেই মারা যান। পরে উত্তেজিত জনতা বাসটিতে আগুন লাগিয়ে দেয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভায়।
সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক চালক পালিয়ে গেছেন। পরে উত্তেজিত জনতা বাসে আগুন লাগিয়ে দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। নিহত অটোরিকশা চালকের মরদেহ থানায় রয়েছে। নিহতের পরিবারের অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।