বিজিবিতে টিকাদান কার্যক্রম শুরু

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১
সংগৃহীত

ধলাই ডেস্ক: ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদেরকে বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে সুরক্ষিত রাখতে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) দেশব্যাপী টিকাদান কর্মসূচির আওতায় বিজিবিতেও করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়।

এ সময় বিজিবির অতিরিক্ত মহাপরিচালকরা, ঊর্ধ্বতন অফিসাররা, সৈনিক ও অন্যান্য বেসামরিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিজিবির অন্যান্য সব ইউনিট বা স্থাপনার সদস্যরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে এই টিকাদান কর্মসূচির সঙ্গে যুক্ত হন।

সরকারি পরিকল্পনা অনুযায়ী ৭ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত (শুক্রবার ব্যতীত) ১২টি ধাপে প্রতিদিন সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত বিজিবিতে কর্মরত অফিসার, জেসিও ও অন্যান্য সদস্যদের মাঝে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়। এ প্রেক্ষিতে আজ প্রথম ধাপে পোশাকধারী ও অসামরিক বিজিবি সদস্যসহ মোট ৩০০ জন বিজিবি সদস্যকে করোনার টিকা প্রদান করা হয়। পরবর্তীতে প্রতি কার্যদিবসে ৩০০ জন করে বিজিবি সদর দফতরসহ পিলখানার অন্যান্য ইউনিটের সর্বমোট ৩ হাজার ৬০০ জনকে এই ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া গাইডলাইন প্রতিপালন করে করোনাকালেও বিজিবি সদস্যরা রাত-দিন দেশের সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করে আসছে। করোনা স্বাস্থ্যবিধি যথাযথ অনুসরণের মাধ্যমে এ পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী তুলনামূলকভাবে বিজিবিতে সবচেয়ে কম সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।