বিজিবির উদ্যোগে দশ হাজার মাছের পোনা অবমুক্ত

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৯

শ্রীমঙ্গল সংবাদদাতা: ‘মাছ চাষে গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাছের পোনা অবমুক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্য দিয়ে সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার সকালে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরে পুকুর ও  কৃত্রিম জলাধারে বিভিন্ন প্রজাতির প্রায় ১০ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল মোঃ জোবায়ের হাসনাৎ। এসময় উপস্থিত ছিলেন ৫৫ বিজিবি এর অধিনায়ক লে. কর্নেল এম জাহিদুর রশিদ, সেক্টর মেডিকেল অফিসার একেএম মাহফুজুর রহমান শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি শামীম আক্তার হোসেন, সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, যুগ্ম সাধারন সম্পাদক সাজন আহমেদ, বাংলাটিভির প্রতিনিধি বিক্রমজিত বর্ধন, মাইটিভির প্রতিনিধি সঞ্জয় দে, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রিয়ন আহমেদ, চ্যানেল নাইনের প্রতিনিধি ইমন দেব চৌধুরী, মানবাধিকার কর্মী ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি এস কে দাশ সুমন।