বিদ্যুৎপৃষ্টে গুরুতর আহত হলো লজ্জাবতী বানর

প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৯

শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে একটি লজ্জ্বাবতী বানর।
রোববার (২৩ জুন) সকালে শ্রীমঙ্গলের ভানুগাছ রোড থেকে একটি বিদ্যুৎস্পৃষ্ট লজ্জাবতী বানর আহত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। বানরটির সামনের দুই হাতের একটি অংশ ঝলসে গেছে। লজ্জাবতী বানর বিশ্বব্যাপী বিপন্ন প্রজাতির প্রাণী।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, রোববার সকালে আহত অবস্থায় একটি লজ্জাবতী বানর উদ্ধার করে নিয়ে এসেছি। বৈদ্যুতিক তারে লেগে তার বাম হাতের একটি অংশ ঝলসে গেছে। ঠিকমতো হাঁটতে পারে না। তিনি আরো বলেন, মূলত খাদ্যসংকটের কারণে লজ্জাবতী বানরসহ নানা বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে। মানুষ এসব বন্যপ্রাণীদের হঠাৎ দেখে আতংকিত হয়ে পড়েন বা আমাদের ফোন করেন।
আমাদের পার্শবর্তী কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বনের ভিতর ফলজ গাছ এখন অনেক কমে গেছে। গাছ কেটে উজার হওয়ায় মূলত খাদ্য সংকটের কারণে লজ্জাবতী বানরসহ নানা বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে। যানবাহন, বিদ্যুতের লাইনসহ মানুষের আক্রমনের শিকার হচ্ছে প্রাণীগুলো।
লজ্জাবতী বানর ছাড়াও সম্প্রতিক সময়গুলোতে তিনি অজগর সাপ, শঙ্খিনী সাপ প্রভৃতি বন্যপ্রাণী বেশি উদ্ধার করেছেন বলে জানান।