
ধলাই ডেস্ক: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৫ উপলক্ষে “সাহসী নতুন বিশ্বে রিপোটিং: স্বাধীন গণমাধ্যমে এআই-এর প্রভাব” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয় মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবে।
শনিবার (৩ মে) রাত সাড়ে ৮ টায় কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এমএ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন।
আলোচনায় বক্তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির সম্ভাবনা ও চ্যালেঞ্জ, গণমাধ্যমে এর প্রভাব, এবং সাংবাদিকতার স্বাধীনতা ও দায়বদ্ধতা নিয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রযুক্তির অগ্রগতি যেমন তথ্য সংগ্রহ ও বিশ্লেষণকে সহজ করেছে, তেমনি এর অপব্যবহার থেকে স্বাধীন ও নৈতিক সাংবাদিকতাকে রক্ষা করাও এখন বড় চ্যালেঞ্জ।
অনুষ্টানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কমলগঞ্জে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।