বেতন ইস্যুতে বেঙ্গালুরুতে আইফোন কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০
সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: বেতন ভাতা কম দেয়ার অভিযোগে ভারতে তাইওয়ানের আইফোন প্রস্তুতকারক সংস্থা উইস্ট্রন করপোরেশনের কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ করেছেন কর্মীরা।

শনিবার (১২ ডিসেম্বর) সকালে বেঙ্গালুরুর নারাসাপুরায় এ হামলার ঘটানা ঘটে। খবর আনন্দবাজার পত্রিকা।

কর্মীদের অভিযোগ, কৃর্তপক্ষ যে বেতনের কথা বলেছিল, তার তুলনায় অনেক কম দিচ্ছে। একজন ইঞ্জিনয়ারিং গ্র্যাজুয়েটের বেতন প্রতি মাসে ২১ হাজার টাকা দেয়ার কথা। কিন্তু তাকে দেয়া হচ্ছে ১৬ হাজার টাকা। কাউকে আবার ১২ হাজার টাকা দেয়া হচ্ছে।

অন্যদিকে, নন-ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের বেতন কমিয়ে ৮ হাজার টাকা দেয়া হচ্ছে বলেও দাবি করেন কর্মীরা।

সংস্থার এক কর্মী জানান, বেতনের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই কর্মীদের মধ্যে একটা চাপা ক্ষোভ তৈরি হচ্ছিল। আজ তারই বহিঃপ্রকাশ ঘটেছে। নাইট শিফটের কাজ শেষ করেই সংস্থার বেশ কয়েকটি দফতরে হামলা চালান কর্মীরা।