ধলাই ডেস্ক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ৬০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (৪ ডিসেম্বর) গভীর রাতে বেনাপোলের সীমান্তবর্তী শাহজাদপুর মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় এই স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত স্বর্ণের ওজন সাত কেজি। শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানায় বিজিবি।
এ সময় ওই মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় ৭ কেজি ওজনের ৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪ কোটি ৮৯ লাখ ৩০ হাজার টাকা।