বৈদেশিক মুদ্রাসহ শাহজালালে যাত্রী আটক

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৯

ধলাই ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪১ লাখ ৬৯ হাজার ৭১৭ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রাসহ এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউজের প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারি করতে থাকে।

বোর্ডিং ব্রিজ এলাকায় নজরদারি ও তল্লাশির একপর্যায়ে সোমবার দুপুর সাড়ে ১২টায় একটি বেসরকারি এয়ারলাইন্সের ব্যাংককগামী যাত্রী আহমেদ আশিক মাহমুদের ট্রলি ব্যাগে ৪১ লাখ ৬৯ হাজার ৭১৭ টাকা মূল্যমানের সৌদি রিয়াল, ইউএস ডলার ও থাই বাথ পাওয়া যায়।

বৈদেশিক মুদ্রা বহনকারী যাত্রীকে পুলিশে সোপর্দকরণসহ আটককৃত বৈদেশিক মুদ্রার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।