ধলাই ডেস্ক: খুলনা থেকে ছেড়ে আসা রাজবাড়ীর গোয়ালন্দ ঘাটগামী মেইল ট্রেনটি পাঁচুরিয়া স্টেশনমাস্টারের অসাবধানতার কারণে ফরিদপুর লাইনে চলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার বেলা সোয়া ১১টার দিকে পাঁচুরিয়া জংশন স্টেশনে এ ঘটনা ঘটে।
পাঁচুরিয়া স্টেশনমাস্টার মোছলেম আলী জানান, সকাল সোয়া ১০টার দিকে ফরিদপুরগামী ফরিদপুর এক্সপ্রেস-১ ট্রেন যাওয়ার পর পয়েন্ট (লাইন) পরিবর্তন করতে ভুলে গিয়েছিলেন। এ কারণে খুলনা থেকে ছেড়ে আসা মেইল ট্রেনটি ফরিদপুর লাইনে চলে যায়। তবে অল্প কিছুদূর যাওয়ার পর তাৎক্ষণিক ট্রেনের লোকমাস্টার (চালক) বিষয়টি টের পেয়ে ইঞ্জিন বন্ধ করে দেন। পড়ে ট্রেনটি পেছনে ফিরে এসে গোয়ালন্দ ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।