ধলাই ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে পাঁচটি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। যার ওজন ৫ কেজি ও বাজারমূল্য চার কোটি ৩৫ লাখ ৯ হাজার ৯০০ টাকা।
শনিবার দুপুরে ৫১ নম্বর সীমান্ত পিলার থেকে বাংলাদশ সীমানার ২৫০ গজ অভ্যন্তরে অভিযান চালিয় মাটিলা বিওপি’র সদস্যরা সোনাগুলো উদ্ধার করেন। তবে, এ সময় কাউকে আটক করা যায়নি।
মহেশপুর-৫৮ বিজিবি’র পরিচালক (অধিনায়ক) এইচ এম সালাহউদ্দিন চৌধুরী এ নিশ্চিত করেছেন।
তিনি জানান, চোরাকারবারিরা সীমান্ত সংলগ্ন কৃষি জমিতে কাজ করার বাহানায় সোনার চালানটি নেয়ার চেষ্টা করছিল। আগ থেকেই খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় চোরাকারবারিরা একটি প্যাকেট ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া প্যাকেট থেকে পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য চার কোটি ৩৫ লাখ ৯ হাজার ৯০০ টাকা।
বিজিবি’র এ কর্মকর্তা আরো জানান, সোনার বারগুলো সরকারি কোষাগার জমা দেওয়া হবে। একইসঙ্গে চোরাকারবারিদের আটকের জন্য বিজিবি অভিযান শুরু করেছে।