মাত্র ৭ কর্মদিবসেই ধর্ষণ মামলার রায়, আসামির যাবজ্জীবন

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০
সংগৃহীত

ধলাই ডেস্ক: বাগেরহাটের মোংলায় শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি আব্দুল মান্নান সরদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার দুপুরে এ রায় দেন বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. নূরে আলম।

মামলার চার্জ গঠনের মাত্র সাত দিনের মাথায় রায় ঘোষণা করা হলো। এর আগে, ১১ অক্টোবর পুলিশ অভিযোগপত্র জমা দিলে ১৩ অক্টোবর চার্জ গঠন করে আদালত। রোববার বাদী-বিবাদী পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শোনেন বিচারক। এরপর সোমবার রায় ঘোষণার দিন ধার্য করেন।

মামলার বিবরণে জানা যায়, ৩ অক্টোবর বিকেলে মোংলার মাকোড়ডোন গ্রামের আশ্রয়ণ প্রকল্প এলাকায় এক শিশুকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী আব্দুল মান্নান সরদার। ওই রাতে মেয়েটির মামা মোংলা থানায় আব্দুল মান্নানের বিরুদ্ধে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মোংলা থানার এসআই বিশ্বজিত মুখার্জি ধর্ষণের সত্যতা পেয়ে আট দিনের মাথায় আব্দুল মান্নানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি রনজিৎ কুমার মণ্ডল বলেন, মামলাটি পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করেছে। এই সংক্ষিপ্ত সময়ে বাগেরহাটের আদালতে রায় ঘোষণার মধ্যে দিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করা হলো।