মুজিব শতবর্ষ উপলক্ষে কমলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে টিফিনবক্স ও পানির বোতল বিতরণ

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০
ছবি ধলাইর ডাক

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় কমলগঞ্জ পৌরসভা কর্তৃক কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর মধ্যে টিফিন বক্স ও পানির বোতল বিতরণ করা হয়েছে।

বুধবার (৪মার্চ) দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক।

কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক গাজী সালাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, শিক্ষক সমরেন্দু সেনগুপ্ত বুলবুল প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের ১ম শ্রেণী হতে ৫ম শ্রেণী পর্যন্ত ৩০০ শিক্ষার্থীর মধ্যে টিফিনবক্স ও পানির বোতল বিতরণ করা হয়।