রাজন আবেদীন রাজু, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের স্কিল শিখন ইনস্টিটিউটের অঙ্গ সংগঠন হিসেবে যাত্রা শুরু করলো ডিজিটাল মার্কেটিং এজেন্সি “ডিজিনেস্ট”।
বছরের প্রথম দিন, বুধবার (১ জানুয়ারি) মৌলভীবাজারে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি হাসান আহমেদ জাবেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের পরিচালক রুবেল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কিল শিখন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমাজ উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যবৃন্দ, মৌলভীবাজার বাস মালিক সমিতির চেয়ারম্যান ইমাদাদুল হক এমাদ, বদরুন্নেসা প্রাইভেট হাসপাতালের মালিকপক্ষসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দি রয়েল ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ফাহাদ আলম, এসএ ফ্যাশনের স্বত্বাধিকারী সৈয়দা আবিদা ওয়াফি, স্বর্ণাস কালেকশনের মালিক স্বর্ণা আক্তারসহ একাধিক নারী উদ্যোক্তা। পাশাপাশি বিভিন্ন সেক্টরের অনলাইন ও অফলাইন ব্যবসায়ীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে হাসান আহমেদ জাবেদ বলেন, “স্কিল শিখন ও ডিজিনেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সির যেকোনো উদ্যোগে আমরা পাশে থাকবো। স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি শিগগিরই ডিজিনেস্টের সঙ্গে বসে সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন বলেও আশ্বাস দেন।
উল্লেখ্য, মৌলভীবাজারে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ ডিজিটাল মার্কেটিং এজেন্সি হিসেবে যাত্রা শুরু করা ডিজিনেস্ট স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ডিজিটাল সেবার আওতায় আনার লক্ষ্যে কাজ করবে বলে জানান আয়োজকরা।
