ধলাই ডেস্ক: টাঙ্গাইলের ধনবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচি ও সরকারি ত্রাণের ৭১ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা ধনবাড়ী উপজেলার ভাইঘাট বাঘিল রজনীগন্ধা রাইস প্রসেসিং মিলে অভিযান চালিয়ে রোববার (০৭ জুন) রাতে এ চাল জব্দ করে।
তবে এলাকাবাসীর অভিযোগ ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে এলাকার প্রভাবশালীরা। দরিদ্র মানুষের চাল যারা বিক্রি করেছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার দাবি করেছে এলাকাবাসী।
ধনবাড়ী উপজেলা খাদ্য পরিদর্শক মাহামুদুল হাসান জানান, জব্দ করা ৭১ বস্তা চাল ভাইঘাট বাঘিল রজনীগন্ধা রাইচ প্রসেসিং মিলের মালিক সাদিকুল ইসলাম আমিনের জিম্মায় রাখা হয়েছে।
মিল মালিক সাদিকুল ইসলাম আমিন জানান, স্থানীয় চাল ব্যবসায়ী নূরুল ইসলাম খাদ্যবান্ধব কর্মসূচি ও ত্রাণের চাল বিভিন্ন ইউনিয়ন থেকে ক্রয় করে প্রসেসিং করার জন্য তার মিলে নিয়ে আসেন। খবর পেয়ে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মধুপুর থানা পুলিশ অভিযান চালিয়ে এই চাল জব্দ করেন।
চাল ব্যবসায়ী নূরুল ইসলামের সঙ্গে বারবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৭১ বস্তা চাল জব্দ করা হয়েছে। ঘটনাস্থল ধনবাড়ী উপজেলাধীন থাকায় জব্দকৃত চাল ধনবাড়ী উপজেলা প্রশাসনের জিম্মায় রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।