রাজনগর সংবাদদাতা: মৌলভীবাজারের রাজনগরে করুনা ভাইরাসের ভয়াবহতার মুহুর্তে উপজেলার সাড়ে তিন হাজার অসহায় মানুষদের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছেন এক বিশিষ্ট মানবিক ব্যবসায়ী।
১৪ এপ্রিল মঙ্গলবার রাজনগরের তারাপাশা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে বসবাসরত কামারচাক ইউনিয়নের প্রায় ১০ হাজারের অধিক ভুটারের মধ্যে ইউনিয়নে ৩ হাজার অসহায় পরিবারকে ত্রাণ দিয়েছেন আলহাজ্ব জিল্লুর রহমান, অলিলা গ্লাস এন্ড ইন্ডাস্ট্রির ব্যবস্হাপনা পরিচালক।
তিনি জানান, বর্তমানে আমি ৩ হাজার অসহায় পরিবারকে ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়েছি, ইউনিয়নে করুনা ভাইরাসের ভয়াবহতায় যারা কর্মহীন হয়েছেন তাদেরকে বাড়ি বাড়ি পৌছিয়ে দেওয়ার চেষ্টা করছি, প্রয়োজনে আরো ১ হাজার অসহায় পরিবারকে দেওয়ার চেষ্টা করবো। এবং রাজনগর উপজেলাতে আরো ৫০০ পরিবারকে দিতেছি।
তিনি আরো বলেন, কামারচাক ইউনিয়নের কোনো অসহায় মানুষ করুনা ভাইরাসে আক্রান্ত হলে অলিলা গ্রুপ থেকে চিকিৎসা সেবা প্রধান করতে চাই।
তারাপাশা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে ত্রাণ বিতরণ কালে সভাপতিত্ব করেন আলহাজ্ব জিল্লুর রহমান, ব্যবস্হাপনা পরিচালক অলিলা গ্লাস এন্ড ইন্ডাস্ট্রি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মিসবাহুর রহমান,সাধারণ সম্পাদক মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজাহান খান, চেয়ারম্যান রাজনগর উপজেলা পরিষদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কামারচাক ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,এ,ই পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ হারুন আহমদ।সাধারণ সম্পাদক শামিম আহমদ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান জিয়া, সদস্য ৪নং ওয়ার্ড, কামারচাক ইউপি।
এছাড়াও উপস্থিত ছিলেন, পার্থ সারথী পাল, এডভোকেট জেলা জজ কোর্ট মৌলভীবাজার। এডভোকেট মোহাম্মদ জাকারিয়া, সাবেক সভাপতি মৌলভীবাজার জেলা ছাত্রলীগ সহ সহযোগী প্রাপ্ত মানুষরা শারিরিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয় এ কার্যক্রম।