লকডাউন শিথিল করছে ইরান, খুলে দিচ্ছে মসজিদও

প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, মে ৪, ২০২০
ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের কারণে প্রায় দু’মাস লকডাউন জারি রাখার পর এবার তা শিথিল করছে ইরান। শিথিল প্রক্রিয়ার অংশ হিসেবে দেশটির বেশ কিছু অঞ্চলের মসজিদ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়ে ইরান সরকার। এছাড়া শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানসমূহও খুলে দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।

রোববার ইরানের করোনাভাইরাস নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

রুহানি জানান, ইরানে করোনা সংক্রমণের কম ঝুঁকিতে থাকা ১৩২টি কাউন্টিতে আগামীকাল থেকেই মসজিদ খুলে দেয়া হবে। তবে, বর্তমান প্রেক্ষিতে জামায়াতে নামাজ আদায়ের চেয়ে সামাজিক দূরত্ব বজায় রাখাই বেশি জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, ঝুঁকি কম হওয়ায় আগামী ১৬ মে থেকে স্কুলগুলো খুলে দেয়ার চিন্তাভাবনা করছে টাস্কফোর্স। একমাস ক্লাস চলার পর আবার গ্রীষ্মের ছুটি শুরু হবে।

গত ফেব্রুয়ারির মাঝামাঝি ইরানে প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরই মধ্যেই সেখানে ৯৬ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৬ হাজার ১৫০ জন।

রুহানি জানিয়েছেন, গত কয়েক সপ্তাহে ইরানে হাসপাতালে করোনা রোগী ভর্তির হার অনেক কমেছে। ১০ মার্চের পর থেকে দেশটিতে সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে শনিবার (২ মে)। তাই লকডাউন শিথিলের পরিকল্পনা চলছে।

সূত্র: আরব নিউজ