ধলাই ডেস্ক: মাদারীপুরের রাজৈর উপজেলার পাঠানকান্দি গ্রামের রাশিদার স্বামী আমির হোসেন দীর্ঘদিন ধরে লিবিয়ায় রয়েছেন। সেখান থেকেই তিনি বাংলাদেশ থেকে বিভিন্ন উপায়ে লোক নিতেন। আর রাশিদা ভুক্তভোগীদের স্বজনদের কাছ থেকে টাকা তুলতেন। সম্প্রতি লিবিয়ায় পাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত হয়েছেন, তাদের অনেকেই এ দম্পতির মাধ্যমে গেছেন বলে জানা গেছে।
মঙ্গলবার মানবপাচার চক্রের দুই নারীকে গ্রেফতার করে র্যাব। এর মধ্যে রাশিদাও ছিলেন। গ্রেফতার অপর নারী রাজৈর উপজেলার ব্যাপারীপাড়া গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী। তার নাম বুলু বেগম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মানবপাচার চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেন।
বুধবার বিকেলে র্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক অ্যাডিশনাল এসপি মো. তাজুল ইসলাম জানান, লিবিয়ায় হত্যার ঘটনায় মামলার পর আসামিদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর এলাকা ও বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালায় র্যাব। এ সময় দিগনগর এলাকা থেকে রাশিদাকে ও গৌরনদী বাসস্ট্যান্ড এলাকা থেকে বুলু বেগমকে গ্রেফতার করা হয়। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
লিবিয়ায় হত্যার ঘটনায় মাদারীপুরের ১১ যুবক নিহত হন। পরে মাদারীপুর সদর মডেল ও রাজৈর থানায় আটটি মামলা করেন নিহতদের স্বজনরা।