শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের উদ্যোগে চা শ্রমিক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়ন এর উদনাছড়া সীমান্তে অবস্থিত দূর্গম পাহাড়ি এলাকা মোগলাম বস্তি’র বিদ্যাবিল চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০০ জন শিক্ষার্থী ও চা শ্রমিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২২জানুয়ারি)দুপুর ২টায় এই শীতবস্ত্র বিতরণ করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন ফিনলে টি লিমিটেড রাজঘাট ডিভিশন এর ব্যবস্থাপক এ কে এম মাইনুল হাসান, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব আহমদ চৌধুরী, রাজঘাট ইউ.পি চেয়ারম্যান বিজয় বুনার্জীসহ ইউপি সদস্যবৃন্দ।
এসময় ভারতীয় সীমান্তঘেঁষা দূর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত অসহায় দরিদ্র চা জনগোষ্ঠী ও ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র সোয়েটার ও কম্বল বিতরণ করা হয়। এমন দূর্গম এলাকায় এভাবে শীতবস্ত্র বিতরণ করায় সেখানকার চা শ্রমিকরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য মোঃ নজরুল ইসলাম শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর থেকেই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উন্নয়নে বিশেষ ভুমিকা রাখছেন। সুযোগ পেলেই ছুটে যাচ্ছেন বিভিন্ন দূর্গম এলাকায়। উনার এমন কর্মকাণ্ডের জন্য তিনি স্থানীয় মহলের যথেষ্ট প্রশংসা অর্জন করেছেন।