শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিলুপ্তপ্রায় বিষাক্ত সবুজ বোড়া সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনের লোকেরা।
বুধবার দুপুরে শহরের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এই প্রাণীটি উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাশ বলেন, প্রতিদিনকার মতো আজও স্কুলে ক্লাস চলছিলো। হঠাৎই সাপটি বিদ্যালয়ের গেইটের ভিতর এসে পরে। সবার চিৎকারে ভয় পেয়ে সাপটি স্কুলের গেইটের লাগায়া একটি গাছে উঠে বসে। পরে আমরা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে যোগাযোগ করলে তারা সাপটিকে ধরে নিয়ে যায়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে পরিচালক সঞ্জিত দেব বলেন, উদ্ধার হওয়া সাপটি ভাইপারিডি পরিবারভুক্ত। এর ইংরেজি নাম ‘ হোয়াইট লিপড পিট ভাইপার’। এটি বিষাক্ত সাপ। এরা দুই-তিনটি প্রজাতির হয়ে থাকে। তবে সব প্রজাতিই দেখতে সবুজ ও প্রায় একই রকম। এই সাপের মাথা চ্যাপ্টা, আকারে বড় ও দেখতে ত্রিকোণের মতো। এরা দুই ফুটের বেশী লম্বা হয়। বাংলাদেশের সিলেট বিভাগ এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বনাঞ্চলে সবুজ বোড়া সাপের দেখা পাওয়া যায়। সুন্দরবনেও এ সাপটির দেখা পাওয়া যায়। বর্তমানে সাপটি বিলুপ্ত প্রায় প্রানীদের তালিকায় রয়েছে।
মাথা চ্যাপ্টা, আকারে বড় এবং দেখতে ত্রিকোণের মতো। চলাফেরা করে খুব আস্তে আস্তে। পিট ভাইপার সাপ, ব্যাঙ, পাখি, ইঁদুর খেয়ে জীবন ধারণ করে থাকে। সাধারণত এরা লুকিয়ে বসে থাকে আর শিকার এলেই ছোবল দিয়ে খায়। ভাইপারের উপরের চোয়ালে এক জোড়া লম্বা বিষ দাঁত থাকে।