শ্রীমঙ্গলে বজ্রপাতে চা শ্রমিক নিহত

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৩
ফাইল ছবি

ধলাই ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রপাতে এক চা শ্রমিক নিহত ও আহত হয়েছে আরও দুইজন। শনিবার (১৭ জুন) দুপুরে উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা-বাগান ও ভূনবীর ইউনিয়নের মাকড়িছড়া চা বাগানে পৃথক বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতের নাম রিপন কালেন্দী (২৮), আহতরা হলেন- অনিতা মালী (২৩) এবং বিশাখা রায় (২৫)। রিপন কালেন্দী  জাগছড়া চা বাগানের নরেশ কালেন্দির ছেলে। আহতরা মাকড়িছড়া চা বাগানের চা শ্রমিক।

নিহতের পিতা নরেশ কালেন্দি জানান বাড়ির উঠানে মাছ ধরার জাল বুনছিল রিপন, এসময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যৃ হয়।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া মাকড়িছড়া চা বাগানে বজ্রপাতে আহত দুইজন চা শ্রমিককে চিকিৎসা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, নিহত চা শ্রমিকের শেষকৃত্য সম্পন্ন করার জন্য উপজেলা পরিষদের তহবিল থেকে বিশ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।