শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে মাদকদ্রব্য ধ্বংসকরণ ও মাদক বিরোধী সচেতনতামূলক অনুষ্ঠান।
বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল বাডস রেসিডেন্টসিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে ৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়ন এর উদ্যোগে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৪ আসনের সাংসদ আব্দুস শহীদ। বিশেষ অতিথি ছিলেন, সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, বিজিবি শ্রীমঙ্গল সেক্টারের সেক্টর কমান্ডার কর্ণেল মো. জোবায়ের হাসনাৎ, ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক, শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন
এসময় জনপ্রশাসন ও পুলিশ কর্মকর্তাগণ, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ স্কুল কলেজের শিক্ষার্থীদের সামনে বিজিবি কর্তৃক বিভিন্ন সময়ে আটক ভারতীয় ১ হাজার ১শ’ ৮২ বোতল মদ, ১৭ লিটার দেশী মদ, ১৩ বোতল ফেন্সিডিল, ১১৯ বোতল কোরেক্স, কেজি গাঁজা ও বার্মার ৭০ পিছ ইয়াবা টেবলেট, ভারতীয় ১০ লক্ষ পাতার নাসির বিড়ি ও ২৭ হাজার ৪শ’ সলাকার সিগারেট ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত এসব মাদকের বাজার মূল্য প্রায় ৪৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।