সবাই যখন ঘুমের ঘরে এএসপি সার্কেল আশরাফ তখন ত্রান নিয়ে দুস্থদের ঘরে

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০
ছবি

স্টাফ রিপোর্টার: কমলগঞ্জের সবাই যখন ঘুমের ঘরে, সেই রাতের আঁধারে ত্রান নিয়ে কর্মহীন হয়ে পড়া অসহায় দূস্হ মানুষের ঘরে ছুটে গেলেন মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সার্কেল) মো. আশরাফুজ্জামান খাদ্য সামগ্রী নিয়ে।

গত বুধবার রাতে কমলগঞ্জের পতনউষার ইউনিয়নের বৈধ্যনাথপুর (রাঙ্গাটিলা) গ্রামে নিম্নআয়ের মানুষদের কাছে ত্রাণসামগ্রী পৌছে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, সমাজসেবক শাহেদ আহমেদ প্রমুখ।

প্রসঙ্গত স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্যদের স্বজনপ্রীতির কারণে এই গ্রামে স্বাধীনতার পর থেকে তাদের অধিকার থেকে এরা বঞ্চিত। স্বাধীনতার ৪৮ বছরের পর এই প্রথম পুলিশের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এতে পুলিশের প্রতি শ্রদ্ধাবোধ বেড়েছে অনেকগুন গ্রামবাসীরা এই সংকটময় পরিস্থিতিতে খাদ্যসামগ্রী পেয়ে অনেক খুশি। পুলিশ প্রশাসন মানবতার কাজে দৃষ্টান্ত ভূমিকা নেয়, এটি এরা প্রথম দেখেছে।