সাংবাদিক লাঞ্ছিত ও গ্রেফতারের প্রতিবাদে কমলগঞ্জে সাংবাদিক সমাজের মানববন্ধন

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, মে ১৯, ২০২১
ছবি ধলাইর ডাক

স্টাফ রিপোর্টার: পেশাগত দায়িত্ব পালনকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে টানা পাঁচ ঘণ্টা অবরুদ্ধ রাখা, শারীরিক ও মানসিকভাবে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক  রোজিনা ইসলামকে হেনস্তা করে গ্রেপ্তারে ক্ষোভ, ঘৃণা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ সাংবাদিক সমাজ। জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক  রোজিনা ইসলামকে আটকের ঘটনায় সারা দেশের ন্যায় বুধবার ১৯ মে দুপুর ১২ টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনী ময়না চত্বরে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

প্রথম আলো কমলগঞ্জ প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু এর সভাপতিত্বে ও দৈনিক মানবজমিন কমলগঞ্জ প্রতিনিধি সাজিদুর রহমান সাজুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার মানিক শিকদার, মাসুমা লিসা, কবি শহীদ সাগ্নিক, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন, কমলগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক সানোয়ার হোসেন  প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রণীত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি সভাপতি পিন্টু দেবনাথ,মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা,শাব্বির এলাহী, আসহাবুজ্জামান শাওন, জয়নাল আবেদীন, কামরুল হাসান মারুফ, আব্দুল বাছিদ খান, সৌমেন সিনহা, সোহেল রানা, নাঈম আলী, আশরাফ সিদ্দিকী পারভেজ, সালাউদ্দিন শুভ, রুহুল ইসলাম হৃদয়, সাদিকূর রহমান, তোফাজ্জল হোসেন, আব্দুস সালামসহ কমলগঞ্জ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।
বক্তরা বলেন, অবিলম্বে জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক  রোজিনা ইসলামকে  মুক্তি ও শারিরীকভাবে হেনেস্তাকারীদের আইনের আওতায় এনে শাস্তির জোর দাবী জানানো হয়।