ডেস্ক রিপোর্ট: সাপের কামড়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল ২৫ বছর বয়সী এক তরুণীকে। কিন্তু পরিবারের লোকজন হাসপাতালের মধ্যেই ওঝা ডেকে নিয়ে আসে। ওঝা তরুণীর শরীরের পোশাক খুলে সেখানেই ঝাড়ফুঁক শুরু করে দেয়।
রবিবার (১৪ জুলাই) ভারতের মধ্যপ্রদেশের দামোরের এক হাসপাতালে এ ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, মধ্যপ্রদেশের বাটিয়াগড়ের বাসিন্দা ইমারতী দেবী নামের এক তরুণীকে সাপে কামড় দিলে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়। সেই রাতেই হাসপাতাল কর্মীদের নজর এড়িয়ে হাসপাতালের মহিলা ওয়ার্ডে এক ওঝাকে নিয়ে ঢুকে পড়ে সেই তরুণীর পরিবার।
তারপর বেড থেকে তাকে তুলে এনে মাটিতে বসতে বলা হয়। চলে মন্ত্র পাঠ। শুধু তাই নয়, পুরুষদের ওয়ার্ডের সামনে ইমারতীকে পোশাক খুলতে বলা হয়। সুস্থ করে তোলার নাম করে হেনস্তার শিকার হয় এই তরুণী।
এ ঘটনা ধরা পড়ে হাসপাতালের সিসিটিভি ফুটেজে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সে সময় কর্তব্যরত এক নার্স পুরো ঘটনা দেখেও তা ঠেকানোর চেষ্টা করেননি। তবে এ ব্যাপারে নিরাপত্তারক্ষী এবং অন্যান্য চিকিৎসকরা জানতেন না।