সাভারে জেএমবির ছয় সদস্য গ্রেফতার

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০
সংগৃহীত

ধলাই ডেস্ক: সাভারের ভাটপাড়া এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাত উল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার সকালে র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া ইউং এর সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার  এ তথ্য নিশ্চিত করেছেন।

সুজয় সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, দেশে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করতে জেএমবির সদস্যরা একসঙ্গে বৈঠক করছে। এমন সংবাদে সাভারের ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব-৪।