কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের কৃতি সন্তান র্যাব সার্জেন্ট মোঃ শহীদুল ইসলাম সাহসিকতায় বীরত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় পদক বিপিএম (বাংলাদেশ পুলিশ মেডেল) পেয়েছেন।
পুলিশ সপ্তাহ ২০২০ উপলক্ষ্যে রোববার (৫ ফেব্রুয়ারি) ঢাকাস্থ রাজারবাগ পুলিশ সদরদপ্তরের প্যারেড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নিজে র্যাব সার্জেন্ট মোঃ শহীদুল ইসলামকে এই গৌরবময় পদক প্রদান ও ব্যাজ পরিয়ে দেন।
র্যাব সার্জেন্ট মোঃ শহীদুল ইসলাম একজন বোমা বিশেষজ্ঞ। তিনি কমলগঞ্জ উপজেলার নছরতপুর গ্রামের মোঃ আব্দুর রউফ এর পুত্র। ১৯৯৯ সালের ১৬ জুলাই তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। পরবর্তীতে র্যাব ফোর্সেস হেডকোয়ার্টারসে যোগদেন। তিনি জাতিসংঘ মিশন ২০০৬-২০০৭ ও কুয়েত মিশন ২০১২-২০১৬ তে অংশগ্রহণ করেন।
যশোরে গত ১৫ সেপ্টেম্বর বোমা নিষ্কিৃয় করতে গিয়ে তার বাম হাত কবজি উড়ে যায়। এ সাহসিকতায় তাকে পুলিশের বিপিএম পদক দেয়া হয়।
র্যাব সার্জেন্ট মোঃ শহীদুল ইসলাম সম্মানজনক এই পদকে ভুষিত হওয়ায় তাঁর পরিবার, বন্ধু-বান্ধবসহ কমলগঞ্জ উপজেলার মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে।