
ধলাই ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সিটি কর্পোরেশন নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য। তাই বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার জন্য স্বাগত জানাই।
বুধবার ঢকা বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপডা) বার্ষিক সাধারণ সভা, পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমাদের প্রতিপক্ষ বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে, তাদেরকে আমরা স্বাগত জানাই। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন সব দলের অংশগ্রহণে প্রতিদ্ধন্দ্বিতামূলক হোক এটা আমরা চাই। এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে চান প্রধানমন্ত্রী। এই নির্বাচনে যে দলই বিজয়ী হোক কিছু আসে যায় না। এই নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেলেও কিছু হবে না। এই নির্বাচনে হেরে গেলে আকাশ ভেঙ্গে পড়বে না।
তিনি বলেন, আমরা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। নির্বাচন কমিশন এ নির্বাচন করবে ইভিএম পদ্ধতিতে। আমরা নির্বাচন কমিশনকে বলছি, স্বাধীনভাবে একটি সুন্দর নিবার্চন করতে।
বীরের দেশের বিশ্বাস ঘাতকও আছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশের রাজনীতিতে কেবল ওয়াল (দেয়াল) নির্মাণ করার করা হচ্ছে। যে সম্পর্কের মধ্যে ওয়াল নির্মাণ করা হয় সেই ওয়াল কিভাবে অতিক্রম করবো। ওয়াল আরো বড় হচ্ছে। আমি সেতুমন্ত্রী হয়ে সেতু নির্মাণ করছি শেখ হাসিনা নেতৃত্বে। তাই পারিবারিকভাবে আমাদের সেতু নির্মাণ করা দরকার। রাজনীতিতে সম্পর্কের সেতু নির্মাণ সবারই করা দরকার।
মন্ত্রী বলেন, অনেক রাজনৈতিক দলের নেতার মুখে বিষ। বিষের মতোই কথা বলছেন তারা। সম্পর্কের সেতু নির্মাণ করার জন্যএই রাজনীতি থেকে বের হয়ে আসেন ।
শেখ হাসিনার সাহসী নেতৃত্বে পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে জানিয়ে কাদের বলেন, শেখ হাসিনা আছেন বলেই পদ্মা সেতু করা সম্ভব হচ্ছে। বিশ্বব্যাংক আমাদের চোরের অভিযোগ দিয়ে চলে গেল। এখন আমাদের নিজেদের অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করা হচ্ছে। পদ্মা সেতুর অর্ধেক নির্মাণ হয়ে গেছে। শেখ হাসিনা প্রমাণ করেছেন আমরা বীরের জাতি। ২০৩০ সালে মেট্রোরেল হলে দেশের চেহারাই পাল্টে যাবে। শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশ মাথা উচু করে দাঁড়িয়েছে। যত উন্নয়ন সব কিছুই শেখ হাসিনা নেতৃত্বে হয়েছে।
পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপডা) সভাপতি মিজানুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।