শ্রীমঙ্গল সংবাদদাতা : বন্যপ্রাণী গবেষক শাহরিয়ার সিজার কে লাউয়াছড়াসহ সিলেট বিভাগের সকল বনাঞ্চলে অবাঞ্চিত ঘোষনা করেছে “সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন” নামের একটি সংগঠন ৷ আজ (১২ জুলাই) দুপুরে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার “লাউয়াছড়া জাতীয় উদ্যান” এর প্রধান ফটকের সামনে আয়োজিত এক নাগরিকবন্ধন থেকে ঘোষনাটি দেয় সংগঠনটি ৷
নাগরিকবন্ধনে বক্তারা বলেন, বন্যপ্রাণী গবেষণার নামে আন্তর্জাতিক চোরাচালান প্রতিহত করার দাবিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশ মুখে ‘সংক্ষুব্ধ নাগরিকবব্ধন’ কর্মসুচিটি পালন করে সংগঠনটি ।
নাগরিকবন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সিলেট বিভাগের বিভিন্ন বনাঞ্চল থেকে বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী পাচার করছে সংঘবদ্ধ একটি পাচারকারী দল । যাদেরকে চিহ্নিত করা কঠিন । এই অবস্থায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের জীব-বৈচিত্র্যকে বিপন্ন করে গবেষণার নামে যথাযথ অনুমোদন ছাড়া দেশী-বিদেশী অনুপ্রবেশকারীদের তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে । এদের মধ্যে বন্যপ্রাণী নিয়ে ইতিপুর্বে আটক হওয়া জনৈক গবেষক শাহরিয়ার সিজারের সংশ্লিষ্টতা উদ্বেগের । যা সিলেট বিভাগের প্রকৃতি ও পরিবেশপ্রেমী নাগরিকদের সংক্ষুব্ধ করেছে । এ অবস্থায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের জীব-বৈচিত্র্যকে বিপন্ন করে বন আইনে অভিযুক্ত দেশী-বিদেশী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রাস্ট্র বিরোধী মামলা হওয়া উচিৎ । ইতিপূর্বেও সিজার বান্দরবানের আলীকদমে কচ্ছপসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছিলো, এ ধরনের মানুষ বন ও বন্যপ্রাণীর জন্য হুমকিস্বরুপ ৷
বক্তারা আরো বলেন, ইতিপূর্বে শাহরিয়ার সিজার পাইথন প্রজেক্টের মাধ্যমে বনের উপর নির্ভরশীল মানুষদের ব্যাপক ক্ষতি সাধন করেছেন,সেই পাইথন প্রজেক্টের কারনে এখনও বনের আশেপাশের মানুষগুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে ৷ এ অবস্থায় নতুন করে তিনি (শাহরিয়ার সিজার) বিদেশী নাগরিকদের নিয়ে এসে অবৈধভাবে মহাবিপন্ন “বনরুই” এর জিন সংগ্রহ করার অপচেষ্টা করেছেন বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে ৷ এই অবস্থায় বন ও বন্যপ্রাণীর সুরক্ষার জন্য শাহরিয়ার সিজার সহ অবৈধভাবে বাংলাদেশে ট্যুরিস্ট ভিসা নিয়ে আসা গবেষকদের লাউয়াছড়াসহ সিলেট বিভাগের সকল বনাঞ্চলে প্রবেশে নিষেধাজ্ঞার দাবী জানান তারা ৷
বক্তারা লাউয়াছড়া রক্ষায় বিকল্প সড়ক দ্রুত চালু করারও দাবী জানান এবং লাউয়াছড়ার ভেতর থেকে রেললাইন অপসারনেরও দাবী জানান ৷
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সিলেট বিভাগের সম্পাদক আব্দুল করিম কিম এর সঞ্চালনায় নাগরিকবন্ধনে অনান্যদের মাঝে বক্তব্য দেন, লাউয়াছড়া জীববৈচিত্র্য রক্ষা আন্দোলনের যুগ্ন আহ্বায়ক শামসুল হক,পরিবেশ সংগঠক নিয়ামুল ইসলাম খাঁন,বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের যুগ্ন সাধারন সম্পাদক ছামির মাহমুদ চৌধুরী,ব্যারিস্টার গোলাম সোবহান চৌধুরী,বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারন সম্পাদক তোফাজ্জল সোহেল,মৌলভীবাজার পরিবেশ সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক নুরুল মোহাইমিন মিল্টন,জীববৈচিত্র্য রক্ষা কমিটি কমলগঞ্জের সভাপতি মনজুর আহমেদ মান্না, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর মৌলভীবাজার জেলার সভাপতি সোহেল আহমেদ,মৌলভীবাজার চেম্বার্সের সাবেক সভাপতি ডা. এম এ আহাদ প্রমুখ ৷