ধলাই ডেস্ক: সিলেট-৩ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার বিকেলে এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
এর আগে নির্বাচন ভবনে কমিশনের সভা অনুষ্ঠিত হয়।
মো. হুমায়ুন কবীর বলেন, সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৪ সেপ্টেম্বর। যেহেতু ভোটের মাত্র দুই দিন আগে এটি বন্ধ করা হয়েছিল। তাই ১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২ সেপ্টেম্বর সকাল ৮টার আগ পর্যন্ত একদিন প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালানোর সুযোগ পাবেন।
সিলেট-৩ আসনে দুইবার ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে ইসি। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও লকডাউনের কারণে নির্ধারিত তারিখে ভোট সম্পন্ন করা হয়নি। সর্বশেষ ২৮ জুলাই এ আসনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ ছিল। কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে ভোটের দুদিন আগে, ২৬ জুলাই এ আসনের নির্বাচন ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। এরপর ৫ আগস্ট এ আসনের নির্বাচন আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশনা দেন আদালত। আইন অনুযায়ী, ৬ সেপ্টেম্বরের মধ্যে এ আসনে ভোটগ্রহণের বাধ্যবাধকতা ছিল।