
ধলাই ডেস্ক: সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎধীন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা ও খাওয়া-দাওয়া করতে পারছেন। মন্ত্রী আগামীকাল সোমবার (২০ জানুয়ারি) হাসপাতাল ছাড়তে পারবেন বলে ডাক্তাররা আশাবাদ ব্যক্ত করেছেন।
রোববার (১৯ জানুয়ারি) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।