বিনোদন ডেস্ক: কালজয়ী চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। তার অভিনীত সিনেমা আজো কোটি মানুষের হৃদয়ে ঝড় তুলে যায়। বেশ কিছুদিন থেকেই রোগে ভুগছিলেন তিনি। সঠিক রোগ নির্ণয়ের জন্য গত ১৩ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান এই অভিনেতা। বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ থেকে ছাড়পত্র নিয়ে হোটেলে উঠেছেন তিনি।
গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ফারুকের স্ত্রী ফারহানা পাঠান। তিনি জানান, ফারুক সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে হোটেলে উঠেছি। তবে অ্যান্টিবায়োটিক সেবনের ফলে তার শরীর খুবই দুর্বল।
মাউন্ট এলিজাবেথের লি, ইয়ান ও চৌনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন ফারুক। গত তিন সপ্তাহ টানা হাসপাতালে চিকিৎসা হয়েছে।
জানা গেছে, চলতি মাসের শেষের দিকে দেশে ফিরতে পারেন ফারুক।
গত ১৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিলো ফারুক। করোনাসহ নানা ধরনের পরীক্ষা করা হলেও অসুস্থতার কারণ জানা যায়নি। পরে গত ৫ সেপ্টেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তাকে। এর পরই তাকে সিঙ্গাপুরে নেয়া হয়।