ধলাই ডেস্ক: প্রশ্ন: কোরবানির সময় গরু কেনার পর হাসিল দেওয়া কি বাধ্যতামূলক, না দিলে কি কোনো সমস্যা হবে?
উত্তর: হাসিল হাটের ভাড়া। এটি হাট কর্তৃপক্ষের হক। যা হাটের সুবিধা গ্রহণের বিনিময়ে নেওয়া হয়। তাই এ টাকা পরিশোধ করা জরুরি। হাসিল না দিলে হাট কর্তৃপক্ষের হক নষ্ট করার গুনাহ হবে।
তাই কেউ হাসিল না দিয়ে থাকলে হাট কর্তৃপক্ষের কাছে তা পৌঁছে দিতে হবে। অবশ্য হাসিল না দেওয়ার কারণে কুরবানি নাজায়েজ হয়ে যাবে না। হাসিল কুরবানির অংশ নয়। তবে এটি হাট কর্তৃপক্ষের হক। তাই এটি আদায় করা জরুরি।
(দেশের প্রখ্যাত আলেম ও হাদিসবিশারদ মাওলানা আবদুল মালিক হাফিজাহুল্লাহুর ফতওয়া অবলম্বনে)