৪ ডাক্তারের মানবিকতাঃ কমলগঞ্জে মুঠোফোনেই মিলবে ফ্রী স্বাস্থ্যসেবা

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

কমলগঞ্জ প্রতিনিধি: বৈশ্বিক মহামারী “কোভিড১৯”-এর কার সাধারণ অসুস্থ হলেও কঠিন হয়ে যাচ্ছে চিকিৎসা বিষয়ক পরামর্শ কিংবা স্বাস্থ্যসেবা। দেশের এই ক্রান্তিলগ্নে সাধারণ মানুষ যখন চিকিৎসা সেবা হতে বঞ্চিত। তখন মৌলভীবাজারের কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের “২০১০-ব্যাচ” -এর প্রাক্তন শিক্ষার্থী, বর্তমানে বিভিন্ন মেডিকেল কলেজে কর্মরত ডাঃ সৌরভ কুমার যাদব, ডাঃ আশরাফুল আলম রুমেল, ডাঃ কামরুল ইসলাম শামুন ও ডাঃ জি.এম. সাব্বির হাসান এই ৪ জন চিকিৎসক ‘মানুষ মানুষের জন্য’ এই ব্রত নিয়ে তাদের পক্ষ থেকে মুঠোফোনের অডিও কলের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান করার উদ্যোগ গ্রহণ করেছেন।

এই চার চিকিৎসকের সাথে আলাপকালে তারা জানায়, এই জাতীয় ক্রান্তিলগ্নে সাধারণভাবে চেম্বার করে চিকিৎসাসেবা প্রদান করা প্রায়ই অসম্ভব হয়ে গেছে। যার ফলে তারা মানবিক দিক থেকে মানুষদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য তাদের যোগাযোগ নাম্বার এবং তথ্য প্রদান করে সেবা পেতে আহবান জানিয়েছেন।

ডাঃ সৌরভ কুমার যাদব এমবিবিএস (সাস্ট)এফসিপিএস পার্ট ১ (সার্জারী) রোগীরা বিকাল ৩ টা থেকে রাত ১১ টা পর্যন্ত সেবা নিতে নিন্মের এই নং- ০১৭৩৭৬০২৩২৪। ডাঃ আশরাফুল আলম রুমেল এমবিবিএস, নর্থ ইস্ট মেডিকেল কলেজ সেবা নিতে বিকাল ৩ টা থেকে রাত ১১ টা পর্যন্ত সেবা নিতে এই নাম্বারে- ০১৭৩৮০৪৩৬২৪। ডাঃকামরুল ইসলাম শামুন (এমবিবিএস) নর্থ ইস্ট মেডিকেল কলেজ। সন্ধ্যা ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত চিকিৎসা সেবা নিতে নিন্মের এই নাম্বারে -০১৭৫৮৮৪৮০৬৬ ও ডাঃ জি.এম. সাব্বির হাসান (এমবিবিএস) পাবনা মেডিকেল কলেজ সন্ধ্যা ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত চিকিৎসা সেবা নিতে নিন্মের এই ০১৭০১০৩১৮৩২ নাম্বারে কল করে ফ্রী চিকিৎসা সেবা নিতে পারবেন। তবে শারীরিক সমস্যা নির্দিষ্ট ভাবে কাগজে লিখে তারপর মুঠোফোনে কল দেওয়ার অনুরোধ করেন এই চিকিৎসকগণ।