![আবারও ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা](https://dhalairdak24.com/wp-content/uploads/2019/11/687.jpg)
খেলা ডেস্ক: শুক্রবার রাতে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিল জাতীয় দলকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। লিওনেল মেসির করা একমাত্র গোলে পাওয়া সেই জয়ে, কোপা আমেরিকার পরাজয়ের প্রতিশোধ নিতে পেরেছিল আলবিসেলেস্তেরা।
সেই ম্যাচের তিনদিনের মাথায় এবার আর্জেন্টিনার অলিম্পিক দলও হারিয়ে দিয়েছে ব্রাজিলিয়ান অলিম্পিক দলকে। অলিম্পিকের প্রস্তুতিমূলক ইন্টারন্যাশনাল ফুটবল ফেস্টিভালের ফাইনালে নিকোলাস কোপালদোর একমাত্র গোলে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলেই হারিয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল।
স্পেনের গ্র্যান ক্যানেরিয়া স্টেডিয়ামে ম্যাচের মাত্র ৪ মিনিটের মাথায় এগিয়ে যায় আর্জেন্টিনা। ব্রাজিলিয়ান গোলরক্ষকের বাচ্চাসুলভ ভুলে গোলটি পায় আলবিসেলেস্তেরা।
সতীর্থর কাছ থেকে পাওয়া ব্যাকপাস ধরে ছোট ছোট ড্রিবলে ডি-বক্সের বাইরে চলে আসেন ব্রাজিলের গোলরক্ষক। অপেক্ষা করতে থাকেন আর্জেন্টিনার কোনো খেলোয়াড় কাছে আসার। ভেবেছিলেন তখন তার দলের কাউকে বলটা পাস দিয়ে বোকা বানাবেন আর্জেন্টিনার সেই খেলোয়াড়কে।
কিন্তু পাস দিতে গিয়ে নিজ দলের কাউকে না দিয়ে উল্টো আর্জেন্টিনার এক খেলোয়াড়ের পায়ে ছেড়ে দেন তিনি। সেটি ধরেই আক্রমণে ওঠে আর্জেন্টিনা। তবে সরাসরি গোল করতে পারেনি। প্রথম শট ঠেকিয়ে দেন ব্রাজিলীয় গোলরক্ষক। পরে ফিরতি বল পেয়ে জালে প্রবেশ করান কোপালদো।
প্রস্তুতিমূলক এই টুর্নামেন্টটা দারুণ কাটল আর্জেন্টিনার অলিম্পিক দলের। ব্রাজিলকে হারানোর আগের ম্যাচেই তারা ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল ক্যানারি আইল্যান্ডকে। অন্যদিকে ব্রাজিল তাদের শেষ ম্যাচে ১-০ গোলে জিতেছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে।