স্টাফ রিপোর্টার: পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে দলীয় চেয়ারম্যানপ্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
রোববার (৫ ডিসেম্বর) গণভবনে মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের ম‚লতবি সভায় তাদের নাম চ‚ড়ান্ত হয়। সভা শেষে রোববার দিবাগত রাত ১টার দিকে দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।
এতে কমলগঞ্জ উপজেলায় ৯ ইউনিয়নের মধ্যে ১নং রহিমপুরে ইফতেখার আহমেদ বদরুল, ২নং পতনউষারে তওফিক আহমদ বাবু, ৩নং মুন্সীবাজার রনেন্দু ভট্টাচার্য্য, ৪নং শমশেরনগরে আব্দুল মালিক বাবুল,সদর ইউনিয়ন ৫নং কমলগঞ্জে আব্দুল হান্নান, ৬ নং আলীনগরে ফজলুল হক বাদশা, ৭নং আদমপুরে সাব্বির আহমদ ভ‚ঁইয়া, ৮ নং মাধবপুরে আসিদ আলী, ৯নং ইসলামপুরে সুলেমান মিয়া।
তফসিল অনুযায়ী, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আপিল ১৩ থেকে ১৫ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ১৮ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১৯ ডিসম্বর, প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর ও ভোট অনুষ্ঠিত হবে ২০২২ সালের ৫ জানুয়ারি।
উল্লেখ্য, কমলগঞ্জের ৯টি ইউপিতে দলীয় মনোনয়নের জন্য উপজেলা আওয়ামীলীগের কাছে ৩১ জন প্রার্থী আবেদন করেছিলেন।