বর্ণাঢ্য আয়োজনে সাপ্তাহিক ‘‘কমলগঞ্জের কাগজের’’ ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২১
ছবি ধলাইর ডাক

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক কমলগঞ্জের কাগজের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়। এ উপলক্ষে বুধবার বিকেলে স্থানীয় সাংবাদিকদের এক মিলন মেলায় পরিনত হয়।

পত্রিকাটির নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পত্রিকার সম্পাদক ও প্রকাশক পৌর মেয়র জুয়েল আহমেদের সভাপতিত্বে ও প্রধান সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক আহমেদ সিরাজ, কমলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, প্রবীণ সাংবাদিক আব্দুল হান্নান (চিনু), মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সুব্রত দেব রায়, বৈশীখী টিভি মৌলভীবাজার প্রতিনিধি, ইমন দেব, এটিএন নিউজ জেলা প্রতিনিধি মহসীন পারভেজ, সাংবাদিক মুজিবুর রহমান, ইত্তেফাক প্রতিনিধি, নুরুল মোহাইমিন (মিল্টন), আরটিভি জেলা প্রতিনিধি চৌধুরী ভাষ্কর হোম, মাই টিভি জেলা প্রতিনিধি সঞ্জয় দেব ও সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।

শুরুতেই সাংবাদিকদের বিভিন্ন মহল থেকে সাপ্তাহিক কমলগঞ্জের কাগজের সম্পাদক ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এর পর কমলগঞ্জের কাগজ পরিবার থেকে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

আলোচনা পর্বের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাপ্তাহিক কমলগঞ্জের কাগজের প্রতিষ্ঠাকালীণ সম্পাদক শাহীন আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা, সাজিদুর রহমান, প্রনিত রঞ্জন দেবনাথ। বক্তারা বলেন সাপ্তাহিক পত্রিকার মাধ্যমে সমাজের দুর্নীতি প্রতিরোধে ও সমাজ গঠনের ক্ষেত্রে একটি অন্যতম হাতিয়ার হিসেবে গড়ে তুলা সম্ভব। তাছাড়া এ পত্রিকার মাধ্যমে মাঝে মাঝে সাংবাদিকেদর নিয়ে মত বিনিময়, সেমিনার ও সভা করার আহবান জানান। পত্রিকার সম্পাদক ও প্রকাশক সবার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বলেন, সবাই সহযোগিতা করলে কমলগঞ্জের কাগজ এ অঞ্চলের দুর্নীতি সহ সমাজের অবহেলিত, নিপীড়িত, নির্যাতীত মানুষের পক্ষে কাজ করতে কখনও পিচ পা হবে না।
আলোচনা সভা শেষে সাপ্তাহিক কমলগঞ্জের কাগজের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।