ভারতীয় অজগর খেল বাংলাদেশি ৪ ছাগল, আতঙ্ক

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২১
সংগৃহীত

ধলাই ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তের একটি গ্রামের চারটি ছাগল খেয়েছে ভারত থেকে আসা একটি অজগর সাপ। এমন অভিযোগ করেছেন সীমান্তের চিমটিবিল খাসপাড়া গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা। এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে।

রোববার চিমটিবিল বিজিবি ক্যাম্প কমান্ডারকে বিষয়টি জানান গ্রামবাসীরা। সীমান্তবর্তী এলাকা হওয়ায় অজগরটি ভারত থেকে এসেছে বলে ধারণা অনেকের।

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সামিউন্নবী চৌধুরী বলেন, বিষয়টি পার্শ্ববর্তী সাতছড়ি জাতীয় উদ্যানের বন কর্মকর্তাদের জানালে তারা অজগরটি ধরে জঙ্গলে অবমুক্ত করবে। তবে কেউ যেন এটি মেরে না ফেলে।

ভুক্তভোগী ছাগলের মালিক আবুল হোসেন বলেন, আমার একটি আস্ত ছাগল গিলে ফেলে অজগরটি। সে সময় আমার ছেলে দূর থেকে দেখছিল কিন্তু কাছে যাওয়ার সাহস পায়নি। একইভাবে ফজর আলীর একটি ও আব্দুল হালিমের দুটি ছাগল খেয়ে ফেলে।

এ বিষয়ে সাতছড়ি বন কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, আমরা অজগরটি উদ্ধারে চেষ্টা চালাচ্ছি। পেলে জঙ্গলে অবমুক্ত করা হবে।

এদিকে, গ্রামবাসীকে আতঙ্ক না হয়ে সাবধানতা অবলম্বন করার জন্য মসজিদের মাইকে সচেতনতামূলক ঘোষণা করেন স্থানীয় চেয়ারম্যান সনজু চৌধুরী।