সংগৃহীত                                       
                                        
                                    ধলাই ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে স্বজনদের সঙ্গে দেখা করতে নোয়াখালীতে এসে এক যুবক আটক হয়েছে। বুধবার নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকির হাট থেকে তাকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃত রোহিঙ্গা যুবক নূর আলম উখিয়ার কুতুবপালং ক্যাম্পের বদিউল আলমের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন সেনবাগ থানার ওসি মো. ইকবাল হোসেন পাটোয়ারী।
তিনি জানান, রোহিঙ্গা যুবক নূর আলম হাতিয়ার ভাসারচরে থাকা স্বজনদের সঙ্গে দেখা করতে উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে আসে। এরপর পথ ভুলে সেনবাগের কানকির হাটে চলে আসে। বুধবার স্থানীয় লোকজন সন্দেহ হওয়ায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঐ রাতেই সেনবাগ থানা থেকে তাকে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়।
		
