অবশেষে মিলল পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচলের অনুমতি

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, মে ১০, ২০২১
ফাইল ছবি

ধলাই ডেস্ক: গত দুইদিন ধরে চরম ভোগান্তি নিয়ে পাটুরিয়া রুটে ফেরি পার হচ্ছিলেন ঈদে ঘরমুখো যাত্রীরা। ভুক্তভোগীদের দাবির মুখে অবশেষে ফেরি চলাচলের অনুমতি দিয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান।

তিনি জানান, করোনা মোকাবিলায় নৌরুটে ফেরি চলাচলে সরকারের নিষেধাজ্ঞা থাকলেও অবশেষে সোমবার বিকেল ৪টার পর অনুমতি দেয়া হয়েছে। অনুমতির পর এরমধ্যে পাটুরিয়া ঘাট থেকে আটটি ফেরি দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে গেছে।

গত শুক্রবার (৭ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে বিআইডব্লিউটিসি জানিয়েছিল, শনিবার (৮ মে) থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে দিনে ফেরি চলাচল বন্ধ থাকবে। রাতে শুধু পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চলবে।

এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটের পাশাপাশি বাংলাবাজার-শিমুলিয়া নৌ-পথে ফেরি চলাচল চালুর ঘোষণা দিয়েছে বিআইডব্লিউটিসি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবাজার ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জামিল আহমেদ। তিনি বলেন, বিকেল থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।

এর আগে এ বিষয়ে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম বলেছিলেন, ফেরি তো যাত্রী পরিবহনের জন্য নয়, যানবাহন পরিবহনের জন্য।

করোনা সংক্রমণ রোধে সরকারের বিধিনিষেধের মধ্যেই ঈদকে সামনে রেখে গত কয়েকদিন থেকেই ঘরমুখো যাত্রীদের চাপ বাড়ে ফেরি ঘাটে। যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে ফেরিতে কোনো যানবাহন উঠতে না পারার ঘটনাও ঘটেছে।