অবৈধভাবে বালু উত্তোলন: ৫০ হাজার জরিমানা!

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২০
ফাইল ছবি

ধলাই ডেস্ক: দোয়ারাবাজারে খাসিয়ামারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই নৌকার মাঝিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৬ আগস্ট) বিকালে এ দণ্ডাদেশ দেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া সুলতানা।

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের রঙ্গারচর গ্রামের শরাফত আলীর পুত্র আঞ্জব আলী(৪০) ও সুরমা ইউনিয়নের বৈষবেড় গ্রামের তজমুল আলীর পুত্র সোহেল মিয়া (৩৫)।

স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার সুরমা ইউনিয়নের খাসিয়ামা নদী থেকে সরকারী ভাবে বালু পাথর উত্তলন নিষিদ্ধ থাকার পরও এক শ্রনীর অসাধু কিছু লোক অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে নৌকা লোড করার সময় তাদেরকে আটক করা হয়। বিকালে আটককৃত দুইজনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া সুলতানা জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আটক করা হয়। বিকালে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে ছেড়ে দেওয়া হয়।