অস্ট্রেলিয়ায় লকডাউনবিরোধী বিক্ষোভ, আটক ১৫

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০
সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসের কারণে জারি করা লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে দেশটির শত শত মানুষ। বিক্ষোভ করায় ১৫ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

জানা গেছে, অস্ট্রেলিয়ায় করোনার প্রাদুর্ভাবের কেন্দ্রবিন্দু মেলবোর্নে প্রায় এক মাস ধরে চলমান কঠোর পদক্ষেপের প্রতিবাদে প্রায় ৩০০ লোক মিছিল করেছে। এছাড়া সিডনি, ব্রিসবেন, অ্যাডিলেড এবং পার্থেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, তারা মোট ১৫ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে লকডাউনের নিয়ম লঙ্ঘনের দায়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য একজনকে পুলিশ অফিসারকে লাঞ্ছিত করার জন্য গ্রেফতার করা হয়েছে। এছাড়া লকডাউনের নিয়ম লঙ্ঘনের কারণে আরো প্রায় দেড় শতাধিক মানুষকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, দেশের ৮টি রাজ্য ও অঞ্চলের মধ্যে ৭টিতে আগামী ডিসেম্বরের মধ্যে অভ্যন্তরীণ সীমান্ত খোলার বিষয়ে একমত হয়েছে কর্তৃপক্ষ।

মরিসন জানান, তিনি প্রস্তাব দিয়েছিলেন যে নিউজিল্যান্ডের সঙ্গে একটি চূড়ান্ত ভ্রমণ পরিকল্পনা যা পর্যটন খাতকে বাড়িয়ে তুলতে পারে। এটি অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সহায়তা করবে বলেও জানান তিনি।

তিনি সতর্ক করে বলেন, ভ্যাকসিনের অভাবে এভাবেই আমাদের বছরের পর বছর জীবন ধারণ করতে হবে। তবে অস্ট্রেলিয়ায় অ্যান্টি-লকডাউন গ্রেফতারের কারণে বিতর্ক শুরু হয়েছে।

সূত্র- বিবিসি