আফগানদের সামনে ২৬৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৯

ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপের আজকের খেলায় শেষপর্যন্ত বাংলাদেশ গিয়ে থামল ২৬২ রানে। আফগানদের সামনে ২৬৩ রানের টার্গেট দিল মুশি-সাকিবরা।

বিশ্বকাপের দ্বাদশ আসরে সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ইংল্যান্ডে পা রেখেছিল বাংলাদেশ। টুর্নামেন্টের অনেকটা পথ পাড়ি দেয়ার পর এখনো সেমি খেলার আশা বাচিয়ে রেখেছে টাইগাররা।

এমন পরিস্থিতিতে বিশ্বকাপের ৩১তম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ।

নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ২৬২ রান।

সাউদাম্পটনের রোজ বোলে টস হেরে ব্যাটে নামে বাংলাদেশ। সৌম্যের বদলে তামিমের সঙ্গে ওপেন করতে নামেন লিটন দাস। স্পিনার মুজিবের বলে শাহিদির কাছে ক্যাচ তুলে দেন এই ব্যাটসম্যান। বিতর্কিত ক্যাচে ঘরে ফেরেন লিটন দাস।

এর আগে লিটনের ব্যাট থেকে আসে ১৭ বলে ১৬ রান। শুরুতেই উইকেট হারানোর পর সাকিব তামিমের জুটিতে ঘুরে দাড়িয়েছিল বাংলাদেশ। কিন্তু তামিমের দিনটা ভালোছিল না। নবীর বলে ৩৬ করে বোল্ড হন তামিম।

সাকিব ৫০ করার পর মুজিবের বলে সাজঘরে ফেরেন। সৌম্যকেও শিকার হতে হয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের। বোলার সেই মুজিব। ফেরার আগে সৌম্য করেন ৩ রান।

রিয়াদ ও মুশি মিলে পঞ্চাশোর্ধ পার্টনারশিপ গড়ার পর উড়িয়ে মারতে যেয়ে ক্যাচ আউট হন রিয়াদ। এর আগে ৩৮ বলে করেন ২৭ রান।

মুশি এগোচ্ছিলেন সেঞ্চুরির পথে। কিন্ত তাকে থামিয়ে দেন দৌলত জাদরান। ৮৭ বলে ৮৩ রানের দর্শনীয় ইনিংস খেলেন মুশফিক।

শেষদিকে মোসাদ্দেক ও সাইফউদ্দিন মিলে বাকী পথ বিপদ ছাড়াই পার করেন। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে মোসাদ্দেক খেলেন ২৪ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস।

মুজিব একাই শিকার করেন ৩ উইকেট। এছাড়া দৌলত, নবী ও নাইব নেন একটি করে উইকেট।