আফগানিস্তানের বিপক্ষে ‘দাপুটে জয়’ পেয়েছিল ভারত!

প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৯

ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপে হাওয়ায় উড়তে থাকা ভারতকে শনিবার একপর্যায়ে মাটিতে নামিয়ে এনেছিল আফগানিস্তান। টানটান উত্তেজনাপূর্ণ সেই ম্যাচে ভারতের কাছে ১১ রানে হারলেও নজর কেড়েছে আফগানদের পারফরমেন্স।

ম্যাচের শুরু থেকেই ভারতের টুঁটি চেপে ধরে আফগান বোলাররা। রশিদ খান-গুলবাদিন নাইবদের সামনে ৫০ ওভারে মাত্র ২২৪ রান তুলতে পারে বিরাট কোহলির দল। পরে ব্যাট করতে নেমে সহজ এই লক্ষ্যকে কঠিন করে ফেললেও ধীরে ধীরে জয়ের পথে এগোতে থাকে আফগানরা; কিন্তু শেষ ওভারে মোহাম্মদ শামীর দুর্দান্ত হ্যাটট্রিকের ফলে হার মানতে হয় তাদের।

এ রকম ঘাম ঝরানো জয়ের পরেও সেটা মানতে নারাজ ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তারা এই জয়কে দাপুটে জয় হিসেবে উল্লেখ করেছে। ম্যাচ শেষে বিসিসিআইয়ের পক্ষ থেকে ওই টুইটে লেখা হয়ে, ‘দাপটের সঙ্গে আফগানিস্তানকে ১১ রানে হারিয়েছে ভারত।’

এই টুইটের পর রীতিমত ক্ষেপে যান খোদ ভারতীয় সমর্থকরাও। ওই টুইটের জবাবে একের পর এক বিস্ফোরক মন্তব্য ছুড়তে থাকেন তারা। তাদের দাবি ভারত কোনোভাবেই এই ম্যাচে দাপটের সঙ্গে খেলতে পারেনি। বরং আফগানিস্তানকে কৃতিত্ব দেয়া দরকার এই ম্যাচে টানটান উত্তেজনা সৃষ্টি করার জন্য।

ওই টুইটের জবাবে অভিনেশ ঠাকুর নামে এক ভক্ত লেখেন, ‘২২৪/৮ এবং ১১ রানের দাপুটে জয়? লজ্জাজনক শব্দ। ম্যাচের কোনো দিক থেকেই আফগানিস্তান ভারতের থেকে পিছিয়ে ছিল না।’

এ রকম আরো কয়েকটি মন্তব্যের পর শেষ পর্যন্ত ওই টুইট মুছে ফেলতে বাধ্য হয় বিসিসিআই। এবং নতুন আরেকটি টুইটে ভারতকে অভিনন্দন জানায় তারা। সেখানে লেখা হয়, ‘আফগানিস্তান কে ১১ রানের হারিয়েছে ভারত। পরবর্তী ম্যাচের জন্য আমাদের ম্যানচেস্টারে যাত্রা করতে হবে।’